নিজস্ব প্রতিবেদক :(রিদয় আহমেদ সুমন)
অনলাইন গেম ও টিকটকে আসক্ত হয়ে পড়ছে শিশু-কিশোররা। এদের পাশাপাশি যুবকরাও। তারাও গেমস ও মানহীন টিকটক নিয়ে আড্ডায় মেতে উঠছে।
শিশু-কিশোর আর তরুণদের এখন আর খেলার মাঠে হৈ-চৈ করতে দেখা যায় না।
অবশ্য এর জন্য মহামারি করোনার আগ্রাসনে স্কুল-কলেজ বন্ধ হওয়াকে অনেক অভিভাবক দায়ি করছেন।
পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমে দেশের যুবসমাজ ও শিশু-কিশোরেরা আসক্ত হয়ে পড়েছে। ফলে শিক্ষা–সংস্কৃতি বিনষ্ট হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়বে মেধাহীন। অন্যদিকে টিকটক ও লাইকির মতো অ্যাপ ব্যবহার করে দেশের শিশু-কিশোর ও যুবসমাজ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। জড়িয়ে পড়ছে অপরাধে। দেশে কিশোর গ্যাংয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে।
অসংখ্য অভিভাবকরা জানিয়েছেন, তাদের সন্তানরা এতোটাই অনলাইন গেমে আসক্ত যে, বাবা-মা ও স্বজনদের সাথে খারাপ আচারণ করে বসছে।
Leave a Reply