পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরের ছাত্রলীগের পথ বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ,
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১২ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে পদবঞ্চিতরা একটি বিক্ষোভ বের হয়।
বিক্ষোভটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ
সমাবেশে বক্তরা বলেন, টাকার বিনিময়ে দেয়া এ কমিটি আমরা মানি না। অছাত্র, বিবাহিতদের দিয়ে ছাত্রলীগ চলতে পারে না। ছাত্রলীগের সাবেক সভাপতির স্বাক্ষর জাল করাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে যে কমিটি বিলুপ্ত করা হয় সেই কমিটির সাধারণ সম্পাদককে সভাপতি করলে তা কখনোই মানা হবে না। এছাড়া মাদক ব্যবসায়ীদের দিয়ে গঠিত এ কমিটি বাতিল করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করছি যাতে এই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে আবারো নতুন কমিটি করা হয়। আমরা যারা দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সাথে যুক্ত তাদের বাদ দিয়ে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এমন কমিটি দিতে পারেন না। পিরোজপুরের ছাত্রলীগ এটা মানে না।
পিরোজপুর সংবাদদাতা
Leave a Reply