আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় মাদক বেচাকেনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মারধরে আহত হয়েছেন এক দম্পতি। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নবগ্রাম স্কুলপাড়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোজাহার আলী (৩৬) ও তাঁর স্ত্রী রুবিনা পারভীন (৩০)। তাঁরা নবগ্রাম স্কুলপাড়া গ্রামের বাসিন্দা।
চিকিৎসাধীন মোজাহার আলী বলেন, প্রতিবেশি হারুনুর রশীদ দীর্ঘদিন ধরে সপরিবারে মাদকের কারবার করে আসছেন। প্রতিদিন মাদক কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন তাঁদের বাড়িতে ভীড় জমান।
তিনি অভিযোগ করে বলেন, ‘মাদক বেচাকেনাসহ সেবনকারীদের আসতে নিষেধ করায় হারুনের সঙ্গে আমার বিরোধের সৃষ্টি হয়। জের ধরে বুধবার সন্ধ্যায় হামলা চালিয়ে আমাদের মারধর করেছে হারুনসহ তাঁর পরিবারের লোকজন।’
স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবির বলেন, হারুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রায় ৩ মাস আগে হেরোইনসহ তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। পুলিশে খবর দিয়ে হারুনকে ধরিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে প্রতিবেশি মোজাহারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন তিনি।
এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত হারুনুর রশীদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা রিসিভ না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply