আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার বাকি মাত্র একদিন। বিশ্বকাপ আসলেই বাংলাদেশে শুরু হয়ে যায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের যুক্তিতর্ক উপস্থাপন, কে জিতবে এবার! ইতোমধ্যে এ নিয়ে জল্পনা-কল্পনা ও একে-অপরের সঙ্গে সমর্থন প্রকাশের লড়াই শুরু হয়ে গেছে।
সর্বত্র উড়ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা।
সারা বিশ্বের ফুটবল ভক্তদের মতো বাংলাদেশের নওগাঁর ফুটবলপ্রেমীরাও উচ্ছ্বসিত।
এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে জেলার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের ব্রাজিলের পতাকা টাওয়ারের আগায় ব্রাজিলের পতাকা টাঙ্গিয়ে তাদের প্রিয় দলের পতাকা লাগিয়েছে।
এখানকার ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় দলের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা জানাতে, পতাকা উত্তোলনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই কাজের অংশ হিসেবে তারা ব্রাজিলের একটা বিশাল পতাকা তৈরি করে।
ব্রাজিলের পতাকাটি প্রায় ৫ হাত লম্বা।
২০১৫ সাল থেকে স্থানীয় বাসিন্দারা এই ধরনের পতাকা টাঙিয়ে আসছে।
এসব পতাকা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মানুষ ছুটে আসা।
ব্রাজিল সমর্থক আকতার আলী বলেন, ‘এ বছর ভালো খেলছে প্রিয় দল ব্রাজিল খেলোয়াড়েরা। আশা করি ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে কাপটা আমরাই দখল করব।’
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক সোহেল রানা বলেন, ‘’আমরা দুইবারের চ্যাম্পিয়ন। এইবার আমরা কাপ নেব। তবে ফাইনালে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চাই।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ‘এতে কোনো সমস্যা নেই যে লোকেরা তাদের নিজ নিজ দলকে সমর্থন করবে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
Leave a Reply