তাওহীদ হাসান উসামা, অভয়নগর
অভয়নগরে চাঁদাবাজীর মামলায় সেলিম রেজা (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। অভিযুক্ত সেলিম রেজা অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামের মৃত আকবর হোসেন মোল্যার ছেলে। সে শ্রীধরপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক । মামলার এজাহার সুত্রে জানা যায় গত ২৮/১১/২০২২ ইং সোমবার রাতে যশোর শহরের মনিহার সিনেমা হলের সামনের বাস স্ট্যান্ড এলাকায় সেলিম রেজা সহ বেশ কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী একই গ্রামের দিদার হোসেম মিনার ছেলে ভুক্তভোগী ইমরান হোসেনের নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করে৷ দাবিকৃত চাঁদা না দিতে পারলে প্রাণনাশের হুমকি দেয় তারা। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী ইমরান বাদী হয়ে ০১/১২/২০২৩ ইং তারিখে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে নিয়মিত মামলা হিসাবে রুজু হয়, যার মামলা নং – ০১। পরে অভয়নগরের পাথালিয়া পুলিশ ক্যাম্পের সহায়তায় কোতয়ালী থানার পুলিশ বৃহস্পতিবার ভোরে আসামী সেলিম রেজা (৪০) কে কামকুলস্থ তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এব্যাপারে জানতে চাইলে কোতয়ালী থানার এসআই আনসারুল হক বলেন, চাঁদাবাজী মামলার এজাহারভুক্ত আসামী সেলিম রেজা (৪০) কে অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply