সাঁথিয়া প্রতিনিধি :
সাঁথিয়া উপজেলা টেনিস মাঠে “ইন্টারনেটে আসক্তির ক্ষতি ” এই প্রতিপাদ্যকে ধারণ করে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে ।
শনিবার(৩ ডিসেম্বর) এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক টুকু এম পি।এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিজ্ঞানী ও গবেষক তৈরি করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সমগ্র দেশের নতুন প্রজন্মকে প্রশিক্ষিত করে গোড়ে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন। সকলের প্রচেষ্টায় এ মেলা সার্থক রুপ নেবে। সাঁথিয়া উপজেলা প্রশাসন মেলার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান,পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা -ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
Leave a Reply