লেখক:নজরুল ইসলাম নাজমুল
বেলা শেষ হল; শেষ হয় নাই আলাপন
বিদায় বেলায় তাইতো রেখে গেনু
মম জল ক্রন্দন
যবে এসেছিলাম তীর্থ পথিক
তোমাদের দ্বারে
দাওনি তবু ফিরায়ে মোরে
লয়েছো জড়ায়ে বক্ষ পরে ৷
তবু হায়!
বিদায় বেলা আসিয়া যায়
বন্ধু আমি পেয়েছিলাম
পেয়েছিলাম আপনজন
পুষ্প হয়ে ফুটেছিলাম যেন মোরা
একি কুঞ্জবন ৷
তবু হায়!
বিদায় বেলা আসিয়া যায়
জানিনে,
এ বিদায় বেলার অশ্রু লয়ে
ভাসিব হায় কোন কূলে
ক্ষমা কর! ক্ষমা কর! এ পথিককে
দেখা যদি না হয় আর অস্ত-পারে ৷
Leave a Reply