আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে আবদুর রাকিব (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার পাঁড়ইল ইউনিয়নের রাউতাল গ্রাম সংলগ্ন ফসলের মাঠ থেকে মর দেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত ওই যুবক রাওতাল গ্রামের ইউসুফ আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সবার অগোচরে বাড়ী থেকে বের হয় সে।পরদিন সকালে গ্রামের সাধারণ মানুষ কাজের জন্য ফসলের মাঠে গেলে মাঠের মধ্যে একটি নিমগাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখে। সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা ছুটে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকের লাশটি উদ্ধার করে থানায় আনে। এজাহার সূত্রে জানা গেছে, ৩-৪ মাস আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয় তার। তাছাড়াও সে নিয়মিত নেশা করতো।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply