পিরোজপুর প্রতিনিধিঃ
স্বাধীনতার ৫১ বছরে স্বচ্ছ একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে। কালো টাকার মালিক ও গডফাদারের কাছে নির্বাচন কমিশন অসহায়। ইভিএমের নির্বাচন জনগণ বিশ্বাস করে না। দেশের নির্বাচনী ব্যবস্থা সাজাতে হবে। আওয়ামী লীগের অধীনে প্রহসনের নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না।
আজ মঙ্গলবার (১৩ ই ডিসেম্বর) ২০২২ বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা (উত্তর) আয়োজিত শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে জেলা সভাপতি জাবের হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) একথা বলেন।
তিনি বলেন দেশের সর্বত্রই অরাজকতা বিরাজমান। দুর্নীতি চরম আকার ধারণ করেছে। দুর্নীতিবাজরা আঙ্গুল ফুলে বটগাছ বনে গেছে। সরকারের দায়িত্বশীলদের সহায়তায় ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন এখন নখদন্তহীন কমিশনের পরিণত হয়েছে।
অনুষ্ঠিত জেলা সম্মেলনে প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, মানুষের বাক স্বাধীনতা নাই। সাধারণ মানুষ সত্য কথা বলতে ভয় পাচ্ছে। বড় দুটি দলের পাল্টাপাল্টি বক্তব্যে দেশের মানুষ আজ আতঙ্কিত ।
গ্যাস বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে জনগণ আজ দিশেহারা। দেশের মানুষের এই দুর্বিসহ কষ্ট লাগবে কেউ সাড়া দিচ্ছে না। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দাপটে ক্যাম্পাসগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে, ক্যাম্পাস গুলোর শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, তারা ছাত্রদের হাতে কলম খাতার পরিবর্তে অস্ত্র এবং মাদক তুলে দিচ্ছে যার দেশ ও জাতির জন্য কখনোই কল্যাণকর নয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন কাসেমী, জেলা সেক্রেটারী মোঃ মনিরুল হাসান, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আল আমিন,ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা ছাত্র আন্দোলন উপদেষ্টা আলাউদ্দিন শেখ,জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি নজরুল আহসান-সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন পরবর্তী প্রধান অতিথি ২০২৩ সেশনের কমিটি ঘোষণা করেন।
সভাপতি : জাবের হুসাইন
সহ-সভাপতি : হাফিজুল ইসলাম
সাধারণ সম্পাদক : আল আমিন
সম্মেলন শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।
পিরোজপুর সংবাদদাতা।
Leave a Reply