মোঃ মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়ের সুনাম রক্ষার্থে ও ভেজাল গুড় বানানো প্রতিরোধে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও শিবালয় উপজেলায় ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধানধারা গ্রামের মশগুল গুড় ভান্ডারে চিনি ও চুন মিশিয়ে খেজুরের গুড় তৈরির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।
স্থানীয়রা বলেন, আমাদের এলাকার অনেকেই এখন খেজুর গাছ ঝুরে না। সে জন্য প্রতিবছর শীত মৌসুমে রাজশাহী জেলা থেকে অনেক লোক এসে গাছ ঝুরে ভেজাল গুড় তৈরি করে বাজারে কম দামে ভেজাল গুড় বিক্রয় করে।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, হরিরামপুর উপজেলায় হাজারি গুড় তৈরি হয়। হাজারি গুড়ের নাম নকল করে কেউ যেন ভেজাল গুড় তৈরি করতে না পারে তার জন্য সকাল ৬ টায় ঝিটকা, গোপীনাথপুর সহ আশপাশে ভেজাল গুড় তৈরি রোধে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, হরিরামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরি দেখা যায়নি। পরে হরিরামপুরের শেষ শিবালয় উপজেলার শুরুতে শিমুলিয়া ইউনিয়নের ইনতাজগঞ্জ এলাকায় গিয়ে রাজশাহী থেকে আগত মৌসুমি গুড় ব্যবসায়ী মশগুল হোসেন কে খেজুর রসের সাথে চিনি ও চুন দিয়ে ভেজাল গুড় প্রস্তুতকালে হাতেনাতে ধরি। এসময় প্রায় ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়। সেই সাথে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী উক্ত ব্যক্তিকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, থানা পুলিশের একটি চৌকস টিম, ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগীতা করেন। জনস্বার্থে ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply