তাওহীদ হাসান উসামা, অভয়নগর
উৎসবমুখর পরিবেশে ও আনন্দ উল্লাসের মধ্যদিয়ে অভয়নগরে পায়রাহাট ইউনাইটেড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম দিন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে পায়রাবাজারে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে পায়রাবাজার প্রদক্ষিন করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। কলেজের সভাপতি জাকির হোসেন তরফদারের সভাপতিত্বে কলেজ চত্ত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তেল ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী হাসানুজ্জামান রিপন, বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল, কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ মহলদারসহ অনেকে। বিকেলে শুরু হয় সংগীতানুষ্ঠান। এসময় কলেজের শিক্ষার্থীরা ও খুলনার ব্যান্ড দল সংগীত পরিবেশন করেন। প্রধান আকর্ষন ছিল কন্ঠ শিল্পি জেমস অনিক।
Leave a Reply