শাকিল আহমেদ, নড়াইল :
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুরে আবুল কাশেম ও রিজিয়া বেগম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষাকার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ১ লা জানুয়ারি ২০২৩ ইং রবিবার সকাল ১০ টায় কর্মচন্দ্রপুর মাদ্রাসার শ্রেনী কক্ষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসাটির কার্যক্রম উদ্বোধন করেন মাওলানা শফিউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি নড়াইলের বিশিষ্ট্য ঠিকাদার ও ব্যবসায়ী এম, এম রেজাউল আলম,বাঁশগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গাজি টেলিভিশন নড়াইলের জেলা প্রতিনিধি মির্জা মাহমুদ হোসেন রন্টু,মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শিক্ষার্থীরা।
আবুল কাশেম ও রিজিয়া বেগম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি নড়াইলের বিশিষ্ট্য ঠিকাদার ও ব্যবসায়ী এম, এম রেজাউল আলম বলেন, আমি মাদ্রাসাটি প্রতিষ্ঠা করতে পেরে আনন্দিত।মাদ্রাসার পাশেই কর্মচন্দ্রপুর কবরস্থান, এখানেই শুয়ে আছেন আমাদের পিতা মাতা সহ আপনজনেরা। তাদের রুহের মাগফেরাত কামনায় আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা।
এলাকবাসীর সহযোগীতায় মাদ্রাসাটি এগিয়ে যাবে।আর আমি মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে যা করা লাগবে ইনশাআল্লাহ, সব কিছুই করবো।
Leave a Reply