মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরের ঝিনাইগাতীতর ২০০ হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি বুধবার সকালে উপজলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ মুক্ত মঞ্চে এ বিতরণের আয়োজন করা হয়। আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরন করেন ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবির
পি পিএম।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টু্রিস্ট পুলিশ ময়মনসিংহের
পুলিশ পরিদর্শক রহুল আমিন তালুকদার, শেরপুর
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক। এসময় অন্যান্যদের মাঝে
ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক আবুল কাশেম, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনারউল্লাহ গজনী অবকাশ কেন্দ্রের ইজারাদার ফরিদ আহম্মেদ, গজনী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, থানা পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২ শত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত বিরতণ করা হয়।
সংবাদদাতা, মোঃ জুলহাস উদ্দিন হিরো,
শেরপুর প্রতিনিধি,
Leave a Reply