অভয়নগর উপজেলা প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নে ২৫০ একর জমি নিয়ে কোটা চাত্রা বিল ধান ও মৎস্য প্রকল্প গড়ে উঠেছিল প্রায় ১৫ বছর আগে। প্রথম থেকে জমির মালিকগণ ও স্থানীয় এলাকাবাসী এর সুফল ভোগ করে আসছিল। তবে সম্প্রতি কয়েক বছর এই প্রকল্পটি মুষ্টিময় কিছু লোকের হাতে চলে যায় বলে জানান এলাকাবাসী। ফলে সুবিধা থেকে বঞ্চিত হয় জমির মালিক ও স্থানীয়রা। প্রতিবছর মাইকিং করে ঘোষণা দিয়ে হারির টাকা প্রদান করা হলেও এবছর কোন প্রকার ঘোষণা ছাড়াই হারির টাকা প্রদানের নামে কৌশলে জমি মালিকদের কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছে। পরে বিষয়টি টের পেয়ে জমির মালিকগণ স্থানীয় জনপ্রতিনিধিদের দারস্থ হন। এরপর চলিশিয়া ইউনিয়নের গোলাম রসুল তরফদার ও ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামাল জমির মালিকদের নিয়ে গত ১৬ ই জানুয়ারি শুক্রবার বিকেলে এক মতবিনিময় সভার আয়োজন করেন। সেখানে সর্বসম্মতিক্রমে জমির মালিকগণ ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে প্রকল্প লিজ দিতে ইচ্ছা প্রকাশ করেন। এ ব্যাপারে জানতে চাইলে ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য গোলাম রসুল তরফদার জানান, জমির মালিকগণ সর্বোচ্চ দরদাতাকে প্রকল্প লিজ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু একটি মহল জমির মালিকদের চোখে ধুলো দিয়ে কৌশলে অল্প টাকায় প্রকল্পটি লিজ নিতে চাই। এমতাবস্থায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যদি এই সমস্যার সমাধান না হয় তবে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে।
Leave a Reply