পিরোজপুর প্রতিনিধি:-
গত (৩০ জানুয়ারি )রোজ সোমবার পিরোজপুর জেলার ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন সহ চারজন বিএনপি নেতা কে উচ্চ আদালতের নির্দেশে ছয় মাসের জামিন পেয়েছেন।
আজ পিরোজপুর কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা ৬ টার দিকে মুক্তি পায়েছেন ।
উল্লেখ্য গত ২৪ শে ডিসেম্বর কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে দশ দফা দাবি আদায়ের গণ মিছিল প্রস্তুতকালে জেলা বিএনপির অফিসের সামনে থেকে জেলা ছাত্রদলের সভাপতিসহ বিএনপির অঙ্গ সংগঠন নেতাদের কে গ্রেফতার করে বিস্ফোরক দ্রব্য জিআর ২৫০/২২ মামলায় জেল হাজতে প্রেরণ করে।
এই মামলায় নাম লক্ষ্য করে ৭১ জন ও অজ্ঞাত আরো অনেক আসামি করে মামলা দায়ের করেন ।
জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন ৫ নং আসামি, মনিরুজ্জামান মনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল ১১ নং আসামি, মোহাম্মদ আলমগীর কোবির নান্নু , সদস্য সচিব জিয়ানগর উপজেলা বিএনপি ১২ নং আসামি,
মো: নান্না হাওলাদার জিয়ানগর উপজেলা বিএনপি নেতা সহ দীর্ঘ এক মাস সাত দিন কারা ভোগের পর তারা জেল থেকে মুক্তি পায়।
গ্রেফতার কি তোদের মধ্যে এখনো এই মামলায় পিরোজপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানজিত হাসান শাওন পিরোজপুর জেলা কারাগারে বন্দী রয়েছে।
পিরোজপুর সংবাদদাতা।
Leave a Reply