রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
বাতাসের দাপট আর অসময়ের কুয়াশা মিলে সবাইকে জেঁকে ধরেছে শীত। শীতের এই তীব্রতা বেশি করে কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা সদরের হলখানা ইউনিয়ন ও রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী রংপুর সেনানিবাস্থ ৬৬ পদাতিক ডিবিশন কর্তৃক ৮০০টি কম্বল, ২০০টি শাল, ৫০০টি সোয়েটার অসহায় ও শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও গত (২ ফেব্রুয়ারী) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্হানে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর দপ্তর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খাঁন, পিএসসি সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সদর দপ্তর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খাঁন বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা কষ্ট করবেন তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।
Leave a Reply