সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
আমরাও মানুষ: আর পাঁচ জনের মতো সম্মানের সহিত আমরাও বাঁচতে চাই, বললেন তালা উপজেলার কাদিকাটি গ্রামের হাজুপদ দাস ।
তিনি আরো বলেন, আমরা ঋষি সম্প্রদায়ের মানুষ । আমাদের সম্প্রদায়ের মানুষের প্রধান কাজ হলো ঝুড়ি, ডালা তৈরি এবং জুতা সেলাই করা । যা প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন ।
যদি আমাদের তৈরি জিনিসগুলো এতোই প্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে আমাদের কেন সমাজের চোখে ছোট করে রাখা হয়েছে ?
কেন আমরা অন্য সমাজের মানুষের সাথে মিশতে পারি না ? আমাদেরও তো ইচ্ছে করে সম্মানের সহিত বাঁচতে ।।
অন্য সমাজ আমাদের “মুচি” বলে আখ্যায়িত করে । যেমন, হাজু মুচি, অমুক মুচি, তমুক মুচি ! কিন্তু কেন ?
পরিশেষে হাজুপদ দাস আরো বলেন, আমরা এই বৈষম্য থেকে মুক্তি পেতে চাই । অন্য সমাজের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই এবং সম্মান নিয়েই বাঁচতে চাই ।।
আপনারা আর পিছিয়ে থাকবেন না। আর্থিক সচ্ছলতা আসলে এমন কাজ কে ছোট করে কেহ দেখবে না এজন্য সরকার প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাপারে সুদৃষ্টি দিয়েছেন।