নিউজ ডেস্ক :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনানুযায়ি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তিনি রাজনীতি করবেন কিনা, সেটা তার ব্যক্তিগত বিষয়, সরকার তাতে হস্তক্ষেপ করবে না।
রবিবার নতুন সহকারি জজদের ওরিয়েন্টেশন কোর্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
বিচার প্রশিক্ষন ইনিস্টিটিউটে নতুন সহাকরী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে তিনি(বেগম খালেদা জিয়া) অংশ নিতে পারবেন না। তবে, রাজনীতি করতে পারবেন কি না জানতে চাইলে – সেটি তার ব্যক্তিগত বিষয় বলে জানান আইনমন্ত্রী।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হওয়ায় কারাগারে পাঠানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কারাগারে থাকার সময় তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে বিদেশে যাওয়ার সুযোগ না দিলেও করোনার সময় তাকে নিজ বাসায় থেকে দেশে চিকিৎসা নেবার শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়।
Leave a Reply