তাসলিমা আক্তার,
বেরোবি প্রতিনিধি:
সবার হাতে গ্লাভস আর মুখে মাস্ক। ৪০ জনের একটি দল। কারও হাতে রয়েছে ময়লা রাখার ঝুড়ি। কেউ ময়লা কুড়াচ্ছেন আবার কেউ সেই ময়লা হাত দিয়ে ঝুড়ি বা বস্তায় রাখছেন। দূর থেকে প্রথম দেখায় তাঁদের পরিচ্ছন্নতাকর্মী মনে হলেও তাঁরা সবাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি’র) এক ভিন্নধর্মী সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ’অ্যাসোসিয়েশন ফর স্টুডেন্টস অ্যান্ড এনভায়রনমেন্টাল রেইনফরস’ (অ্যাসটারের) সদস্য।
মহান ভাষা দিবসকে কেন্দ্র করে রবিবার ( ১৯ ফেব্রুয়ারি ) বিকাল ৪ টায় স্বাধীনতা স্মারক ,শহীদ মিনারসহ এর সংলগ্ন মাঠ পরিষ্কার করেন তারা। চারদিকে সবুজে বেষ্টিত এই নান্দনিক ক্যাম্পাসের সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে কোন না কোন ময়লা-আবর্জনা । ভাষার মাসে সকলকে সচেতন করতে তাদের এই ক্যাম্পাস পরিষ্কার অভিজান ।এর মধ্য দিয়ে সবার মনের ময়লা যেন দুর হয় এমনটা পত্যশা করেন সংশ্লিষ্ট সকলে।
অ্যাসটারের সভাপতি কামরুল বলেন ‘আমাদের সংগঠন (অ্যাসটার) এগিয়ে যাক দুর্দান্ত গতিতে । আর সেটা হোক সকলের সহযোগিতা ও কাজের মাধ্যমে। আমরা যখন ক্যাম্পাসের জন্য কিছু করতে পারবো তখন তৃপ্তিপাব। পরিবেশের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে আমাদের অন্যতম একটি লক্ষ্য । সবাই মিলে মিসে ক্যাম্পাস পরিষ্কার রাখবো কারন ক্যাম্পাস আমাদের সকলের ।’
বেরোবি শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া বলেন,’মহান ভাষা দিবসে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে মহৎ এই কাজের সাথে যারা সংযুক্ত আছেন সকলকে ধন্যবাদ। সেই সাথে বিশেষ ধন্যবাদ জানাই অ্যাসটারের সকল সদস্যকে । মহান ভাষা দিবসে আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে। সেই সাথে সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমরা ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিষ্কার করেছি ঠিক, সবাই যেন তাদের মনের ময়লা আবর্জনা পরিষ্কার রাখে।’
উল্লেখ্য যে অ্যাসটার বেরোবিতে নতুন ও ভিন্নধর্মী সংগঠন। সংগঠনটির নানা মুখী কার্যক্রম এর মধ্যে রয়েছে: ‘ক্যাম্পাসের পরিবেশ রক্ষার্থে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ ,শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়তা ও কাউন্সেলিং প্রদান,ক্যাম্পাস ও সর্বোপরি দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা ,পিছিয়ে পড়া ও অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,খেলাধুলায় আগ্রহ তৈরি করা,মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও যৌন হয়রানী বন্ধে সহযোগী সেলগঠন এবং সহায়তা প্রদান ।ক্যাম্পাসের যেকোনো সামাজিক,সাংস্কৃতিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান।
Leave a Reply