চৌগাছা প্রতিনিধিঃ
বই পড়লে জ্ঞান অর্জন ও জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়, বই জাতির মননকে আলোকিত করে। জাতিকে আলোকিত করার লক্ষ্যে যশোরের চৌগাছা উপজেলায় আমরাই আগামী সংগঠনের উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। চৌগাছা সরকারি শাহাদত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আজ একুশে ফেব্রুয়ারি থেকে আগামী ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যুব সমাজকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে আমরাই আগামী এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত বইমেলায় চৌগাছার বিভিন্ন লেখক শাহরিয়ার সোহাগ, মনিরুল মানিক, আবু রাসেল, আশীফ ফেরদৌস অংকন, আশিকুর রহমান ডাক্তার আবিদা সুলতানা এর বই সহ বিভিন্ন প্রকাশনীর বই রাখা হয়েছে। এখনো পর্যন্ত মেলায় সর্বোচ্চ বিক্রিত বই আশীফ ফেরদৌস অঙ্কনের “কান্তার” বইটি।
দীর্ঘদিন ধরে আমরাই আগামী সংগঠন চৌগাছার বিভিন্ন সামাজিক কাজে জড়িত থেকে অসহায় মানুষের সেবা করে চলেছে। এই ধারাবাহিকতায় যুব সমাজের মাঝে সাহিত্যচর্চা ও বই প্রেম জাগ্রত করতে এই বইমেলার আয়োজন করেছে বলে জানান সংগঠনের সদস্যরা।
বইমেলাতে আমরা আগামীই সংগঠনের সভাপতি আজিজুর রহমান সোহান, সাধারণ সম্পাদক ডি এম আদর, সহ-সভাপতি ফাহাদ আল তামিম, যুগ্মসাধারণ সম্পাদক সাইফ আনান, সহ-সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, পিয়াল, শিহাব, শালিল, সিয়াম, সাইফ, লিখন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা মিলে ৪ টি স্টলে সুন্দর এই বইমেলাটি উপহার দিচ্ছে চৌগাছা বাসিকে।
সংগঠনের সভাপতি আজিবুর রহমান সোহান জানান, আমরাই আগামী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। আমরা চাই বইমেলার মাধ্যমে শিক্ষার্থীরা বই পড়া ছাড়া বেশি আগ্রহী উঠুক, আমরা পরবর্তীতে এমন কার্যক্রম অব্যাহত রাখব।
Leave a Reply