চৌগাছা প্রতিনিধি
যশোরের যশ খেজুরের রস, খেজুরের গুড় যশোরের ঐতিহ্য বহন করলেও দিনে দিনে কমছে খেজুর গাছের সংখ্যা, যশোরের চৌগাছা উপজেলায় গাছিরা যেন সঠিক ভাবে খেজুর গাছ কেটে খেজুরের গুড় উৎপাদন করতে পারেন সেজন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেন চৌগাছা উপজেলা নির্বাহি অফিসার ইনচার্জ সুলতানা। কিছুদিন আগে তিনি খেজুর গুড়ের মেলা আয়োজন করে ব্যাপকভাবে সাড়া ফেলেন। তারই ধারাবাহিকতায় চৌগাছায় ধুলিয়ানী ইউনিয়নে আজ গাছি সমাবেশ করেন উপজেলা নির্বাহি অফিসার ইউরোপা সুলতানা। এবারের গাছি সমাবেশের মূল উদ্দেশ্য হল গাহিদের কাছ থেকে খেজুরের বীজ সংগ্রহ ও খেজুর গাছের চারা রোপন। পহেলা মার্চ বুধবার সকাল ১১ ঘটিকায় নারায়নপুর ও বিকাল ৪ ঘটিকায় সুখ পুকুরিয়া ইউনিয়ন পরিষদে উক্ত গাছি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১ ঘটিকার নারায়নপুর ইউনিয়ন গাছি সমাবেশে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার ইরুফা সুলতানা, অন্যান্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা স্কাউটস ও রোভার সদস্যবৃন্দ।
এরপর বিকাল ৪ ঘটিকায় সুখ পুকুরিয়া ইউনিয়ন পরিষদে গাছি সমাবেশে সুখ পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার ইরুফা সুলতানা। এসময় সুখ পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা স্কাউট ও রোভার স্কাউট এর সদস্যবৃন্দ প্রমুখ।
গাছি সমাবেশে উপজেলা নির্বাহি অফিসার ইরুফা সুলতানা বলেন, এবছর যেন একটি খেজুরের বীজ নষ্ট না হয়। গাছিরা যেন এবছর প্রতিটি খেজুরের বীজ সঠিকভাবে সংগ্রহ করে উপজেলা পরিষদে প্রদান করেন। এ বিষয়ে নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। এবছর যে গাছি সর্বোচ্চ বীজ প্রদান করবে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে বলে জানান উপজেলা নির্বাহি অফিসার ইরুফা সুলতানা।
গাছিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দিনে দিনে খেজুর গাছের সাথে গাছিদের সংখ্যাও কমে যাচ্ছে, গাছিদেরকে তাদের সন্তানদেরকে খেজুর গাছ কাটতে শেখাতে হবে, যেনো যশোরের ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি।
আলোচনা অনুষ্ঠান শেষে নারায়নপুর ইউনিয়নে ৫০ জন গাছি ও সুখ পুকুরিয়া ইউনিয়নে ৬০ জন গাছিদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
একপর উপজেলা নির্বাহি অফিসার ইরুফা সুলতানা সরোজমিনে গিয়ে গাছিদেরকে নিয়ে সেখানে উপস্থিত রোভার স্কাউট সদস্যদেরকে খেজুর গাছ কাটার প্রশিক্ষণ প্রদান করেন। এবং স্কাউট ও রোভার স্কাউট সদস্যদেরকে খেজুর গাছ কাটা শেখার জন্য আহ্বান জানান।
Leave a Reply