পিরোজপুর প্রতিনিধি:-
ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৪ ঠা মার্চ ২০২৩ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন এক দলীয় নয় সর্বদলীয় জাতীয় সরকারের অধিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি বলেন এদেশের মানুষ আর রাতের ভোট দেখতে চায়না। তিনি আরও বলেন দেশে দ্রব্য মূলের উর্ধগতি লাগামহীনভাবে বাড়তেছে। এছাড়া তেল গ্যাস ও বিদ্যুৎতের দাম যেভাবে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তা খুবই উদ্বেগজনক। মাওলানা শেহাব উদ্দীনের সভাপতিত্বে ও মুহাম্মাদ মনিরুল হাসনের সঞ্চলনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ- সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইয়াহইয়া হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মুহাম্মাদ নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা আল- আমিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ জাবের হুসাইন প্রমুখ।
সম্মেলন শেষে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি – মাওলানা ইয়াহইয়া হাওলাদার ,সেক্রেটারী- মুহাম্মাদ মনিরুল হাসান।
পিরোজপুর সংবাদদাতা:-
Leave a Reply