খোরশেদ আলম রনি রায়পুর (লক্ষীপুর)প্রতিনিধি:
লক্ষীপুরের রায়পুরে পৌরশহরের ০১নং ওয়ার্ড পূর্বলাছ গ্রামের রাঁদা গোবিন্দ সাহার পুজাকরার ঠাকুর ঘর ও রান্না ঘর ভাংচুর লুটপাট।
এ ঘটনায় গোবিন্দ সাহার মেয়ে সুপ্রিয়া সাহা( ৩১)নামে বাদী হয়ে ৪ জনকে আসামি এবং সাত আট জনকে অঘ্রাত আসামি করে। রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে ০৭ই মার্চ মঙ্গলবার সকালে।
বুধবার ০৮ই মার্চ সকালে সরজমিনে গিয়ে ঘটনার খন্ড চিত্র ও অভিযোগ পাওয়া যায়।
সুপ্রিয়া সাহা বলেন।
দীর্ঘ দিন একটি রাস্তা কে কেন্দ্র করে আমার বাবার সাথে প্রতিপক্ষ একই এলাকায় কৃষ্ণ গোপাল বৈষ্ণব এর আমাদের সাথে পাল্টা -পাল্টি মামলা চলে আসছে। এরই জের ধরে গত মঙ্গলবার সকালে অগ্রাত ১০/১২ জন সন্ত্রাসী লোকজন দিয়ে দেশীয় ধারালো দা,চেনী,দামা,সাবালসহ উল্লেখিত অস্ত্র দিয়ে আমাদের উপর আক্রমণ করেন।
ঘটনার দিন আমার বাবা রায়পুর বাজারে গেলে এ সুবাদে বসত ঘরের বাহিরে থাকা বিভিন্ন মালামাল পুজাঁকরার ঠাকুর ঘর ও রান্না ঘর ব্যাপক ভাংচুর করে টিনসহ অন্যান্য মালামাল লুটেনেয়।এবং বিভিন্ন প্রজাতির ১৫/২০টি ফল গাছ কর্তন করে। মালামাল ভাংচুর বিভিন্ন জিনিসপত্র সহ প্রায় ০২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।
সুপ্রিয়া সাংবাদিক দের জানান খবর শুনে ঘটনা স্থালে আমি আসিলে আমাকে এলোপাতাড়ি মারধর করে।এবং মিথ্যা মামলাদিয়ে হয়রানী করে প্রসাশনের নিকট দুষিদের সাস্তি দাবী জানাই। অভিযুক্ত কৃষ্ণ গোপাল বৈষ্ণব এর সাথে যোগাযোগ চেষ্টা করিলে তিনি ফলাতক থাকায় ব্যক্তব পাওয়া যায়নি। অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক এস, আই, কমল বাবু বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে দুষিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply