নিউজ ডেস্ক :
রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের টাকার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় টাকার গাড়িতে ডাকাতি হয়। সশস্ত্র একটি চক্র সেটি থেকে টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশের ভাষ্যমতে, গাড়িটি বুথে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা ছিল।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়ি সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা রাখতে যাচ্ছিল। এতে ১১ কোটি ২৭ লাখ টাকা ছিল।
ওসি বলেন, পথে তা লুট করে সশস্ত্র একটি চক্র। ইতোমধ্যে এ নিয়ে অভিযোগ পেয়েছি আমরা। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেছি।
Leave a Reply