মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ-২০২৩) পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, চেম্বার অব কমার্স, জুয়েলার্স অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে দ্রবমূল্যের ঊর্ধ্বগতির রোধ সহ সার্বিক আইন শৃংঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বলেন, পবিত্র মাহে রমজান মাসে শেরপুর জেলা পুলিশ অতীতের ন্যায় কঠোর নিরাপত্তা প্রদানের মাধ্যমে জনকল্যাণে নিয়োজিত থাকবে। যেকোন ঘটনায় যেকোন সময় পুলিশি সহযোগিতা চাইলে আমরা সদা প্রস্তুত আছি।
এসময় তিনি বিভিন্ন বিপনী বিতান, শপিংমল, ব্যাংক সমূহে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর আহ্বান জানান। তাছাড়াও রমজানে ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অচিরেই জেলা পুলিশের উদ্যোগে শহর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে সিসি ক্যামেরা বসানো হবে উল্লেখ্য করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, চেম্বার অব কমার্স, জুয়েলার্স অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply