এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি :
ততক্ষণে সূর্য ডুবে গেছে। রোজাদাররা প্রথম রোজার ইফতার সারছেন। ইফতারের পরই আকাশে সবার চোখ আটকে যায় রহস্যময় চাঁদ দেখে। বাঁকা চাঁদের নিচে দেখা গেছে এক আলোকবিন্দুর। রাতের আকাশে এত মনোমুগ্ধকর দৃশ্য খুব কমই দেখা যায়। এতে বেশ অবাক হয়েছেন সাধারণ মানুষ।শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর থেকে চাঁদ-তারার এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।মোঃপাভেজ বলেন দেখতে অনেকটা আরবি ب ‘বা’ অক্ষরের মতো।মহাকাশ গবেষণা সংস্থা নাসা, মহাজাগতিক এ বিষয়টির ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, গত ১ মার্চ থেকেই খুব কাছাকাছি অবস্থান করছে বৃহস্পতি ও শুক্র গ্রহ। বিভিন্ন দেশে রাতের আকাশেই দেখা মিলছে এ বিরল দৃশ্যের। সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকলে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই দেখতে পারছেন যে কেউ।
Leave a Reply