মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
“স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন” যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতিপাদ্যকে ধারণকরে শেরপুরে ‘‘০৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস” পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকালে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহমুদুল হাসান।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের শিশু ও তরুণদের মোবাইল ও মাদকের ভয়ানক আসক্তি থেকে মুক্ত রাখতে মাঠে এসে খেলাধুলার প্রতি মনোযোগী হতে আহবান জানান। “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ” তাই সন্তানরা যেন মাঠে এসে খেলাধুলা করে,সেদিকে সুদৃষ্টি রাখতে মা-বাবা সহ বড়দের প্রতি অনুরোধ জানান বক্তারা।
Leave a Reply