মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ বোতল ভারতীয় ব্যান্ডের মদসহ ২ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ১১ ই এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের পাঁচ মেঘাদল গ্রামের কর্ণঝোড়া থেকে লাউচাপড়াগামি
পাকা রাস্তায় শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ব্যান্ডের আমদানী নিষিদ্ধ ৬ বোতল মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো রানী শিমুল ইউনিয়নের বালিজুরী অফিসপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী থানার হত্যা মামলার পলাতক আসামী ফেরদৌস ( ২২) ও
সিঙ্গাবুরুনা ইউনিয়নের সগুনা গ্রামের মৃত এনামুল হকের ছেলে সোয়াদ (২০)।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ধৃত ২ মাদক ব্যবসাহীর বিরুদ্ধে এসআই আখতারুজ্জামানবাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
ওসি বিপ্লব কুমার বিশ্বাস মাদক উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক নির্মূলে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply