এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বাঘা শহীদ মিনার চত্বরে নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সরকারি ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সরকারি বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ১ম তিনজন জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প, মেধাবী ৩৬০ জন শিক্ষার্থীদের মধ্যে এই ট্যাব বিতরণ ও ১২ জন শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।
উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্ত্যবে শাহরিয়ার আলম এমপি বলেন, শেখ হাসিনার সরকার মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিয়েছেন। তোমাদের ট্যাব দেওয়া হয়েছে, এসব ট্যাব ব্যবহারের মাধ্যমে তোমাদের দিয়েই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণ হবে। তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশের যা উন্নয়ন তা অনেকের কাছেই স্বপ্নের মতো। বিশ্বে বাজারে অর্থনৈতিক মন্দা চলছে। ইউরোপ মহাদেশের অনেক দেশই এখন তা সামাল দিতে হিমশিম খাচ্ছে। আমরা অনেক ভালো আছি। জনগনের কথা চিন্তা করে দ্রব্যমূল্য দাম যেন সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করে চলছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশাদুজ্জামান, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি ) খায়রুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মিসহ সাধারণ জনতা।
Leave a Reply