আশিকুল ইসলাম মিথুন,চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠী প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে সভাপতি ও শওকত মন্ডলকে সম্পাদক ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকেই পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনের কর্মসূচী শুরু হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় উদীচী নেতৃবৃন্দের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভাস্কর্যসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা পরিচালিত হয়। এরপরেই শুরু হয় আলোচনা সভা। সভার শুরুতেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি জাফর ইকবাল লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষাবিদ ও কলামিস্ট ডা. মিজানুর রহমান।
উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা শাখার সদস্য মামুন শামীম আক্তার লিখনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলার সভাপতি কে এম শরীফ, যশোর জেলার সভাপতি মাহাবুবুর রহমান মজনু, সহ-সভাপতি এডভোকেট আমিনুর রহমান হিরু, সহ-সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত, সাংগঠনিক সম্পাদক কাজী শায়েদ নওয়াজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, শওকত মন্ডল।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন চৌগাছা উদীচীর যুগ্ম-আহ্বায়ক প্রভাষক অমেদুল ইসলাম, সদস্য কবি শাহিন মাহবুব, চৌগাছা সিএমআইটির পরিচালক মনিরুজ্জামান, প্রেসক্লাব চৌগাছার দপ্তর সম্পাদক এইচ এম ফিরোজ, চৌগাছা উদীচীর সদস্য প্রভাষক আলমগীর হোসেন, শেখ মাফিজুল ইসলাম প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫ সদস্যের এক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা নেতৃবৃন্দ। এ সময় সভাপতি ও সম্পাদক, সহ-সভাপতি ৫ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, সম্পাদক মণ্ডলীর সদস্য ৬ জন ও ৯ জনকে কার্যনির্বাহী সদস্য করে মোট ২৫ জনের কমিটি ঘোষণা করা হয়। আগামী ২ বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।
সম্মেলন শেষে চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply