করলেন, ইব্রাহিম হোসেন মুন
পাবনা জেলা প্রতিনিধি : বেড়া উপজেলার প্রত্যন্ত চরঅঞ্চল চর নাগদা আশ্রয়ন কেন্দ্রে ১০০০টি হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ এপ্রিল বিকালে চর নাগদা আশ্রয়ন কেন্দ্রে শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন, দেশরত্ন শেখ-হাসিনার মুক্তি আন্দোলনে কারা নির্যাতিত ছাএনেতা সাবেক সফল সভাপতি, বাংলাদেশ ছাএলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও নির্বাহী সদস্য, ইব্রাহিম হোসেন মুন।
এ সময় ঈদের আমেজ পরিলক্ষিত হয়।সাধারণ জনতাদের একত্রিত করার জন্য ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। এমন আয়োজনে ঘোড়ার গাড়ি ব্যবহার প্রসঙ্গে প্রধান অতিথি ইব্রাহিম হোসেন মুনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে হতদরিদ্র সাধারণ মানুষই ভি আই পি তাই তাদের সম্মান প্রদর্শনে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছি। তারা যেন আনন্দে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার আনন্দের সঙ্গে গ্রহণ করে এবং ঈদ উদযাপন করে।
স্থানীয় এলাকা বাসি জানান ঘোড়ার গাড়িতে এসে ঈদ উপহার গ্রহণ করতে পারায় আমরা খুশি। তারা আনন্দে বলতে থাকেন এতদিন দেখতাম নেতারা আসে গাড়িতে আর সাধারণ মানুষ আসে পায়ে হেঁটে আজ তার ব্যতিক্রম হলো নেতা আসলেন পায়ে হেঁটে আর আমরা সাধারণ হত দরিদ্রদের নিয়ে আসলেন ঘোড়ার গাড়িতে করে এমন নেতাকেই আমরা সংসদ সদস্য হিসাবে ৬৮-১ বেড়া-সাঁথিয়া নির্বাচনী এলাকায় আগামী দিনে দোয়া পদপ্রার্থী ও এমপি হিসেবে ইব্রাহিম হোসাইন মুন কে দেখতে চাই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ স্থানীয় এলাকার নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply