মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুর জেলা কারাগারে এক হাজতি অসুস্থ হয়। পরে তার চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু হয়েছে।
মৃত্যু যুবকের নাম আল-আমিন (২৫)। তিনি নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামের শরাফত আলীর ছেলে।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, আল-আমিন একটি মারামারি মামলায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে শেরপুর জেলা কারাগারে (হাজতি নং ৪৫৪/২৩) হাজতবাস করে আসছিলেন।
বুধবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তার মৃত্যু হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে আল আমিনের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply