সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ১লা মে (সোমবার) সকালে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড় বটতলা চত্তরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, দেশের উন্নয়নে অগ্রযাত্রায় শ্রমিকদের ভূমিকা অপরিসীম। শ্রমিক ছাড়া দেশ অঁচল। শ্রমিকরা দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখে।
তিনি আরো বলেন, শ্রমিক ছাড়া আমরা কোনকিছু কল্পনা করতে পারিনা। শ্রমিকরাই দেশের চালিকা শক্তি। শ্রমিকরাই তাদের শ্রম ও মেধা দিয়ে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন।
এতে আরোও বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,জেলা শ্রমিক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম চান।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান,উপ দপ্তর সম্পাদক অংকন কর্মকারসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন ।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর
০১.০৫.২৩
Leave a Reply