রায়পুর(লক্ষীপুর)প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুরে আট (০৮) বছর বয়সী শিশু শিক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর ঘটনায় হাফেজ আলাউদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা এবং পরবর্তীতে এধরনের ঘটনা ঘটালে বরখাস্তের হুমকি মাদ্রাসা কতৃপক্ষের।
গত সোমবার ১৫ মে রায়পুর পৌর শহরের ১নং ওয়ার্ডে অবস্থিত তানজিমুল উম্মাহ ইসলামি ক্যাডেট মাদ্রাসা এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ০৮ বচ্ছর বয়সী ওই শিক্ষার্থী গত (০১)এক বৎসর যাবত মাদ্রাসার আবাসিক বোর্ডিং এর ডে-কেয়ার এ থেকে হিফয বিভাগে পড়াশোনা করছেন।
শিশুর মা পাখি বেগম সাংবাদিক দের বলেন গত সোমবার ১৫ মে আমি আমার বাচ্চাকে প্রতিদিনের নেয় সকাল ৮.টায় মাদ্রাসায় দিয়ে যাই আমি বাসায় কাজে ব্যস্ত থাকায় রাত ০৮.টায় আমার বড় বোনকে পাঠাই বাচ্চাকে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার জন্য। আমার বোন বাচ্চাকে নিতে এসে দেখে শিকল বন্দী পড়ে আছে আমার বাচ্চা। পরবর্তীতে আমি এসে দেখি আমার বাচ্চার শরীরে বেতের আগাতের জখম রয়েছে। এ ঘটনা জানাজানি হলে স্হায়ী লোকজন বিড় করে এক ধরনের উত্তেজনা বিরাজ করে এবং থানায় ফোন করা হয়। রায়পুর থানার এস আই জাহাঙ্গীর আলম বলেন ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং মাদ্রাসা কতৃপক্ষের সাথে কথা বলে এলাকায় মিমাংসা করার সিন্ধান্ত দিই
তারই প্রেক্ষিতে গতকাল ১৬মে সন্ধ্যা ৭.টায় গ্রাম শালিসের মাধ্যমে ঐ শিক্ষকে ১০ হাজার টাকা জরিমানা প্রধান করা হয় এবং পরবর্তীতে যদি এধরণের ঘটনা ঘটে তাহলে বরখাস্তের হুমকি দুমকি দিয়ে সাথিয়ে দেওয়া হয়। শিশুশিক্ষার্থীর বাবা ফারুক মিঝিকে বল্লে তিনি বলেন আমি এই বিচারে সন্তোষ প্রকাশ করছি। আগামী দিনে যেনো কোন শিক্ষার্থীর সাথে এমন টা না হয় সেই আশায় ব্যর্থ করছি।
মাদ্রাসার সভাপতি গিয়াসউদ্দিন খাঁন বলেন এই ধরনের কাজের প্রতি মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো সমর্থন নেই।একই সঙ্গে এ ধরনের নির্যাতনের ঘটনা আগামীতে যাতে কেউ না করতে পারে সেই ব্যাপারে মাদ্রাসা সকল শিক্ষকবৃন্দদেরকে এতোভাবে জানানো হবে
Leave a Reply