সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর ১০ কিংবা ২০ দফা নয়, দফা একটাই; শেখ হাসিনার পদত্যাগ।
শনিবার বিকেলে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, এই সরকারের আমলে জনগণের কোন উন্নয়ন হয়নি। যা হয়েছে সব আওয়ামী লীগের। ব্যাংক, টিসিবি, টিআর, কাবিখা রাস্তা-ঘাট সবই তাদের দখলে। এখন আমাদের দাবি হচ্ছে অবৈধ ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ। এরপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।
কৃষক আন্দোলনের নেতা নূরল দীনের নাম উল্লেখ করে তিনি বলেন, আপনাদের এই এলাকায় তার বাড়ি ছিল। যিনি কৃষক আন্দোলনের ডাক দিয়েছিলেন ‘জাগো বাহে, কোনঠে সবাই’। আজকে আবার সেই ডাক এসেছে। আজকে আবার কারাগারের অভ্যন্তর থেকে গৃহ বন্দী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, রাজনীতির এই খেলার ফয়সালা হবে রাজপথে। ফিডব্যাক বাংলাদেশ। যে বাংলাদেশকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। সেই বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন একটা গণতান্ত্রিক বাংলাদেশে গড়তে। সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনব।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বহু নির্যাতন আমরা গত ১৭ বছর ধরে সহ্য করেছি। বহু অত্যাচার আমাদের উপরে হয়েছে। খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের সাধারণ কর্মীর নামে আজ শুধু মামলা আর মামলা। পরিষ্কার বলে দিতে চাই মামল হামলা আর গুম করে আপনারা আমাদের দমাতে পারবে না।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী বিবিসির সাক্ষাৎকারে বলেছেন আমেরিকা তাকে চায় না। তাই আওয়ামী লীগের ভাইরা যারা বলেন- খেলা হবে, তাদের বলতে চাই, আপনাদের ক্যাপ্টেন দুর্বল হয়ে গেছে। তাহলে আমাদের সাথে খেলবেন কি করে?
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বিএনপি নেতা একেএম মমিনুল হক, রোকন উদ্দিন বাবুল প্রমুখ।
Leave a Reply