এস আর,সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম হোসেন, বিপিএম(বার) ও আতিঃপুলিশ সুপার সনাতন চক্রবর্তী,(ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার আফিসার কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানাকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে অভিযান।
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় CR- W/A মূলে আসামী ১। মোঃ রনি, পিতা-আঃ রশিদ, সাং-রায়তান বড়শো, থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। এছাড়াও পৃথক পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে আসামী ১। মোঃ রিপন (৩০), পিতা-আমিনুল, সাং-পাচন্দর (হাজীপাড়া), থানা-তানোর, জেলা-রাজশাহী ২। মোঃ আঃ লতিফ (৫০), পিতা-মৃত বদিউদ্দিন, সাং-দেবোত্তর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-১৬, তারিখ ১৫/০৫/২০২২ ইং ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫)/৪১ রুজু হয়। ১০ (দশ) লিটার চোলাইমদ সহ আসামী ১। কাজলী রানি (৩৮), স্বামী-শ্রী সুনিল হালদার, সাং-পূর্ব রায়তান বড়শো, থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-১৭, তারিখ ১৫/০৫/২০২২ ইং ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪ (ক) রুজু হয়। সর্ব মোট ০৪ (চার) জন আসামীকে গ্রেফতার করে অদ্য ইং ১৫/০৫/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply