মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর।
২৫ জন ড্রিমারকে নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে “স্বপ্নসারথি দল” গঠন করা হয়।
সোমবার (২৯ মে) ওই দল গঠনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
এতে আরো উপস্থিত ছিলেন, সভার আয়োজক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এ্যাসোসিয়েট অফিসার মনোজ ভাবক, পল্লী সমাজের সভাপতি নূরজাহান বেগম, সাবেক ইউপি সদস্য ও পল্লী সমাজের সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, আমি ব্র্যাকের এই কাজকে ধন্যবাদ জানাই। বাল্যবিয়ে প্রতিরোধে ১০৯ অথবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে সহযোগিতা নিবেন। কোন নারী ও শিশু নির্যাতন হলে দ্রুত প্রশাসন কে জানাবেন।
আলোচনায় বলা হয়, বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা ১৩-১৭ বছরের কিশোরীদের বাল্যবিয়ে প্রতিরোধে করনীয়, নিজেসহ সবাইকে সচেতন করা, দলগঠনের মাধ্যমে নিজেরা সংগঠিত, একে অপরের খোঁজ রাখা, সহযোগিতা করা, জীবনের লক্ষ্য স্থির করা, প্রয়োজনে দলবদ্ধভাবে বাল্য বিয়ে রুখেও দিতে পারবে।কিশোরীরা তাদের জীবন নিয়ে সুন্দর স্বপ্ন দেখবে ও বাস্তবায়নের চেষ্টা করবে।
পরে “স্বপ্নসারথী দল” গঠনকল্পে সর্বসম্মতিতে আহবায়ক নির্বাচিত হয় সায়লা ইয়াসমিন , সহ-আহ্বায়ক নির্বাচিত হয় কামরুন নাহার ও সানজিদা আক্তার।
নব নির্বাচিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
Leave a Reply