সুনামগঞ্জ প্রতিনিধি
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৮জুন ২০২৩ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে শহরের ইপিআই ভবণের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা.আহম্মদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান ,বিন্দু তালুকদার,শাহজাহান চৌধুরী,একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম,শহীদ নুর আহমদ প্রমুখ।
এছাড়া ও উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রওনক বখত,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সাংবাদিক মাসুক মিয়া,ঝুনু চৌধুরী,বাসসের জেলা প্রতিনিধি আল হেলাল,দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বিজয় টিভির প্রতিনিধি অরুণ চক্রবর্তী,সুনামগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি মো. বুরহান উদ্দিন,চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি এ আর জুয়েল,সাংবাদিক মো. আব্দুল শহীদ, আনন্দ টিভির প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার দেওয়ান তসদ্দুক রাজা চৌধুরী, রুজেল আহমদ,দৈনিক খবরের স্টাফ রির্পোটার মুশফিকুর রহমান যমুনা টিভির প্রতিনিধি মো. আমিনুল ইসলাম,সদর থানার এস আই মো. শাহেদ আহমদ,দৈনিক জালালাবাদের প্রতিনিধি মো. জসিম মিয়া,দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি কেএম শহীদুল,মিলন আহমদ,একন টিভির প্রতিনিধি লিপসন আহমদ,দেশ টিভির প্রতিনিধি আল হাবিবসহ আরো অনেকেই।
সিভিল সার্জন জানান,আগামী ১৮ই জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মোট ৩ লাখ ৫৪ হাজার ৫ শতাধিক (১২-৫৯) মাস বয়সী শিশুদেরকে এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছেন সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন।
১১.০৬.২০২৩
Leave a Reply