জামালপুরের বকশিগঞ্জে ৭১ টেলিভিশনপর সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা।আজ শনিবার ১৭ জুন বিকাল ৫ টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের ২নং গেটের সামনের সড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন দৈনিক শ্যামবাজার পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো চীফ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃসুজন মাহমুদ, দৈনিক দেশের পত্রের মাগুরা জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক গ্রামের কাগজের মাগুরা প্রতিনিধি মোঃআকরাম হোসেন,দৈনিক শ্যামবাজারের মাগুরা প্রতিনিধি আলী হাসান,দৈনিক খবর বাংলাদেশের মাগুরা জেলা প্রতিনিধি মিজানুর রহমান রেন্টু, কলম কথার মাগুরা জেলা প্রতিনিধি মোঃইমরান হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন,নাদিমের উপর হামলাকারী ইউপি চেয়ারম্যানসহ সকল হামকারীদের দ্রুত গ্রেফতার করে মাললাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে তাদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক,যে শাস্তি দেখে ভবিষ্যতে যাতে আর কেউ সাংবাদিকদের উপর হামলা তো দূরের কথা কেউ যেন আঙ্গুল তুলে কথা বলতে না পারে।উল্লেখ্য জামালপুরের এক চেয়ারম্যানের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশের পর গত ১৪ জুন রাতে ঐ চেয়ারম্যান নির্দেশে নাদিমের হামলা করা হয়,১৫ তারিখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়।
Leave a Reply