মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী বাতকুচি বেকিকুড়া ঈদগাহ মাঠে দীর্ঘ ২২বছর ইমামতি করার পর বয়স জনিত কারনে সেচ্ছায় অবসর নিলে উক্ত ইমামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ।
বৃহস্পতিবার (২৯ জুন) উপজেলার বাতকুচি বেকি কুড়া মাঠে ঈদুল আযহা’র নামাজ পুর্ব ঈদগাহ মাঠে অবসর গ্রহণকরা ইমাম কাজি, মাওঃ আঃ রহমান জাওহারীকে মাঠ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা, হাদিয়া ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।
এসময় ঈদগাহ মাঠের সভাপতি মোঃ দরবেশ আলী মন্ডল, সহ সম্পাদক রইচ উদ্দিন, কোষাধ্যক্ষ মাওঃ জহুরুল ইসলাম, পোড়াগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ খালেকসহ এলাকার শত-শত মুসুল্লি উপস্থিত ছিলেন।
উক্ত বাতকুচি বেকিকুড়া ঈদগাহ মাঠে এখন থেকে ইমামের দায়িত্ব পালন করবেন সাবেক ইমাম আলহাজ্ব কাজী, মাওঃ আব্দুর রহমান জাওহারী’র ছেলে জামিয়া আরাবিয়া
ফাতেমা জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসার প্রধান হাফেজ, মাওঃ আব্দুল্লাহ আল মামুন। নবাগত ইমাম এলাকার সর্বস্তরের মুসল্লিদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সাবেক ইমামের ছোট ছেলে শিক্ষক, মাওঃ ফখরুল ইসলাম বলেন- ২২ বছর ধরে অত্র ঈদগাঁহ মাঠে সুনামের সাথে ইমামতির পর বয়সের কারনে বাবা অবসর গ্রহণ করেন। আমার বাবার জন্য সকলের নেক দোয়া কামনা করছি।
Leave a Reply