বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি :
পাবনা জেলার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন সহ পার্শ্ববর্তী গ্রামের লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র মাধ্যম দ্বিতল বিশিষ্ট নতুন ভারেঙ্গা উপ স্বাস্থ্য কেন্দ্র। নিচ তলা চিকিৎসা সেবার জন্য আর উপর তলায় চিকিৎসকদের থাকার বাসভবন। প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রানকেন্দ্র এই উপ স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন। ফলে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানটিকে দ্রুত ১০ শয্যার হাসপাতালে উন্নীত করা এখন এলাকাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
উপ স্বাস্থ্য কেন্দ্র ও এলাবাসি সূত্রে জানা যায়, দেশের স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে নতুন ইউনিয়নের নয়টি ওয়ার্ড, কৈটলা ইউনিয়নের সাতটি ওয়ার্ড, জাতসাখিনী ইউনিয়নের তিনটি ওয়ার্ড, চাকলা ইউনিয়নের দুইটি ওয়ার্ড সহ দুর্গম যমুনা নদী ওপাশের তীরবর্তী এলাকার অন্তত পাঁচটি গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উপ স্বাস্থ্য কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে উপ স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত রয়েছে একজন মেডিক্যাল অফিসার, একজন মেডিকেল এ্যাসিসটেন্ট, একজন ফার্মাসিস্ট, একজন মিডওয়াইফ, একজন অফিস সহায়ক, একজন ভিজিটর।
সরেজমিনে দেখা যায় প্রতিদিন প্রায় শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন উপ স্বাস্থ্য কেন্দ্রে। গ্রামের চিকিৎসা বঞ্চিত নারীরা এখানে চিকিৎসা নিতে আসেন বেশির ভাগ। চিকিৎসা নিতে আসা বয়োবৃদ্ধ জামাল বলেন উপ স্বাস্থ্য কেন্দ্রে সকল ধরনের স্বাস্থ্য সেবা দেওয়া হয়না। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সুবিধা বঞ্চিত গ্রামীণ জনপদের মানুষের। অনেক সময় রোগীর চিকিৎসা অভাবে মৃত্য ঘটছে। ১০ শয্যার হাসপাতালে উন্নীত করা হলে এলাকাবাসী সঠিক সময়ে স্বাস্থ্য সেবা পেতেন ।
স্থানীয় এলাকা বাসি আফসার উদ্দিন (অবসর প্রাপ্ত পুলিশ সদস্য) হাস্পাতাল টি অনেক পুরাতন স্বাধীনতা পরবর্তী থেকে দেখে আসছি, গ্রামের সাধারণ জনগণ এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকে তাই ১০ শয্যার হাসপাতালে উন্নীত করা হলে এলাকাবাসী উপকৃত হতো।
Leave a Reply