আশিকুল ইসলাম মিথুন (চৌগাছা যশোর)
যশোরের চৌগাছায় “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পাশাপোল ইউনিয়নের রানীয়ালী গ্রামের বাদাম বিক্রেতা সুফল মন্ডলের হার্ড ছিদ্র মেয়ে পল্লবী কে চিকিৎসার জন্য নগদ ১০,০০০৳
দশ (হাজার) টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই ) বিকালে তার বাড়িতে গিয়ে এই অর্থ প্রদান করা হয়।
সুফল মন্ডলের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী পল্লবী। জন্ম থেকেই তার হার্টে একটি ছিদ্র আছে। অসুস্থ পল্লবী ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা প্রক্রিয়াধীন আছে। এমন তার উন্নত চিকিৎসার জন্য ৪/৫ লাখ টাকা প্রয়োজন।
যেটা তার বাবা সুফল মন্ডলের পক্ষে এবং তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না তাই তিনি বিভিন্ন বিত্তবানদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন।
চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যেটা পরিবারের পক্ষে সম্ভব নয় তাই তিনি চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সহযোগিতা চেয়েছিলেন তাৎক্ষণিক ভাবে বিভিন্ন জায়গা থেকে সকল মানবতার ভাইদের অর্থিক সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।
Leave a Reply