আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর রাণীনগরে পুলিশ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের সাত গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে । মঙ্গলবার (৪ জুলাই) রাতে উপজেলার পূর্ব বালুভরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় বুধবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ছালামতের ছেলে রবিউল ইসলাম (৩৪) এর বাড়ীতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছথেকে ৭০ হাজার টাকা মূল্যে সাত গ্রাম হেরোইনসহ বাড়ীর মালিক রবিউল ইসলাম, একই উপজেলার বিষ্ণপুর গ্রামের বাবুর ছেলে শাহিন আলম (৩২) রাজাপুর উত্তর পাড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে বাবলু মন্ডল (৩৬), ও বেলোবাড়ী গ্রামের আব্দুস ছামাদ আলীর ছেলে ফারুক হোসেন (৫১)কে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ওই সময় হেরোইন ক্রয়-বিক্রয় করছিল। এছাড়া তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ।
Leave a Reply