এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর তানোরে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্নয়ে কুষ্ঠ রোগ বিষয়ে সমন্নয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা টিএইচও ডাক্তার বার্নাবাস হাসদাক।
ডেমিয়েন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কুষ্ঠ রোগ বিষয়ক সমন্নয় সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের (কুষ্ঠ টেষ্ট কনসালটেন্ট রোগ লক্ষন) জুনিয়র ডাক্তার মাহানাজ সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর উপজেলা প্রানী সম্পদ সহকারী কর্মকর্তা, সমাজ সেবার মাঠ কর্মি, যুব উন্নয়ন অধিদপ্তরের মাট কর্মিসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতা ও আদিবাসীরা।
বক্তারা, কুষ্ঠ রোগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় আয়োজকনা জানান, তানোর উপজেলায় একশ’র বেশী রোগী রয়েছে। অনেকেই সুস্থ্য হয়েছেন, অনেকেই এখনো চিকিৎসা নিচ্ছেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয, কুষ্ঠ রোগ কোন ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসা করলে এই রোগ থেকে মুক্তি পাওযা যায়। দেরিতে চিকিৎসা নিলে রোগ বালো হওয়ার পরিবর্তে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হবে।
Leave a Reply