নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রামে পাট কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের
সংঘর্ষে রাধা বল্লভ (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। দুই গ্রুপের সংঘর্ষে
এ সময় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। বুধবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় সদর
উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রামের রাধা
বল্লভ ও বাহির গ্রামের সালাম শেখের মধ্যে একটি জমি নিয়ে
দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
বুধবার সকালে বিরোধীয় ওই জমিতে সালাম শেখ ও তার লোকজন পাট কাটতে গেলে
রাধা বল্লভ বিশ্বাস ও তার ছেলেরা পাট কাটতে বাঁধা দিলে দুই পক্ষের লোকজনের
মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে ১২ জন আহত হন।
আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসার পর গুরুতর আহত কৃষক
রাধা বল্লভ বিশ্বাস মারা যান ।
সদর হাসপতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসান ভূঁইয়া
জানান, বেলা ১২ টার দিকে ১২ জন আহতকে সদর হাসপাতালে এনে ভর্তি করা
হয়।হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে রাধা বল্লভ নামে এক ব্যক্তি মারা যান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান নিশ্চিত
করে বলেন,সদর উপজেলার দেবভোগ গ্রামে পাট কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের
সংঘর্ষে ১২ জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। নিহত ব্যক্তির
মরদেহ ময়না তদন্তের জন্য নড়্ইাল আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা
হয়েছে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ
জোর চেষ্টা চালাচ্ছে।
শাকিল আহমেদ,
নড়াইল প্রতিনিধি
Good news carry one mr sakil