নিউজ ডেস্ক :
মনে করেন, জীবনে প্রথমবারের মতো আপনি গেলেন কোনো শহরে। কিন্তু আশপাশের সবকিছু আপনার ভীষণ পরিচিত মনে হচ্ছে। ডান পাশের লাইনে দাঁড়িয়ে থাকা সব, ব্যাগ বয়ে নিয়ে যাওয়া কুলিটা, পানির বোতল নিয়ে দৌড়াতে থাকা পিচ্চিটা—সবকিছু দেখে মনে হচ্ছে গতকালই তো এখানে এসেছিলাম, এই শহরের পথ দিয়েই তো হেঁটে গিয়েছি। হ্যাঁ, অদ্ভুত এই অনুভূতির নামই ‘দেজা ভ্যু’।
ফরাসি এই শব্দটির অর্থ ‘ইতিমধ্যে দেখেছে’। দেজা ভ্যু হলো এমন এক নিশ্চিত অনুভূতির অভিজ্ঞতা, যাতে কোনো সম্পূর্ণ নতুন পরিবেশেও মানুষের মনে হয় আগে কখনো সে এ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। কিছুটা অবিশ্বাস্য হলেও সত্য যে গবেষণায় জানা গেছে, ৬০ শতাংশ মানুষের জীবনে একবার হলেও দেজা ভ্যু ঘটে। কোনো স্থান বা বিষয়ের বর্ণনা বারবার খুব বিস্তারিত শুনলে বা জানলে সাধারণত এর প্রভাব মস্তিষ্কে খুব গভীরভাবে পড়ে। এরই ফলে এই দেজা ভ্যু।
অনেক মনোবিজ্ঞানী একে মস্তিষ্কের নিউরোলজিক্যাল সিস্টেমের অধিক্রমণ বা মস্তিষ্কে অনাকাঙ্ক্ষিত মৃদু তড়িত্ চালনার ফল বলে মনে করেন। তবে দেজা ভ্যুকে এখন পর্যন্ত কোনো মানসিক রোগের আওতাভুক্ত করা হয়নি, বরং মানব মস্তিষ্কের এক অজানা রহস্য হিসেবেই একে চিহ্নিত করা হয়েছে।
Leave a Reply