মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের নালিতাবাড়ীতে ৩০ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার নন্নী- মধুটিলা ইকোপার্ক সড়কের গ্রামীণ ব্যাংক মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২৮), নলবাইদ কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে নুর নবী (৩১) ও ধোপাঘাট ব্রীজ সংলগ্ন এলাকার ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫)।
জানা গেছে, উপজেলার সীমান্ত এলাকার নন্নী মধুটিলা ইকোপার্ক সড়ক এলাকায় মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদে শনিবার ভোরে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় নন্নী গ্রামীণ ব্যাংক এলাকায় মাদক পাচারের সময় সবুজ মিয়া, নুর নবী ও শফিকুল ইসলামকে ২০ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ এবং ১০ বোতল ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের মদসহ গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply