আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে মানব পাচার মামলার আসামিসহ ৪ জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর ) দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন, নাটোর জেলার নলডাঙ্গা থানার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (মিধু), আত্রাই উপজেলার ব্রজপুর বয়রা পাড়া গ্ৰামের মৃত আফজাল হোসেনের ছেলে উজ্জল ও চঞ্চল। উভয়ের পিতা মৃত আফজাল হোসেন এবং মৃত সোলাইমান মিনার ছেলে সিরাজ মিনা।
আত্রাই থানা পুলিশের এসআই ফিরোজ আহম্মেদ জানায়, মানবপাচার আইনের মাসুম রানা কোটে মামলা করে, এবং গত ২২শে অক্টোবর আত্রাই থানায় মামলা রুজু হয়েছে। সেই মামলার ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নাটোর জেলার বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। অন্যদিকে তিনজন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে
সোর্পদ করা হয়েছে।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই,নওগাঁ।
Leave a Reply