বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেভ ইয়ুথ (স্টুডেন্টস আ্যাগেইনেস্ট ভায়োলেন্স এভরিহয়্যায়ের) ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ (৩১ অক্টোবর) মঙ্গবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিল কেক কাটা, বৃক্ষরোপণ ও নতুনদের মাঝে সংগঠন সম্পর্কে সঠিক ধারণা দেওয়া।
এ সময়ে উপস্থিত ছিলেন, সেভ ইয়ুথ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কো-প্রেসিডেন্ট মো: আতিকুর রহমান, সাধারণ সম্পাদক, দিপু চন্দ্র রায়, সদস্যদের মধ্যে ছিলেন আবুল খায়ের জায়েদ, সিদ্দিকুর রহমান, আনিকা রোকাইয়া, মাহেদা তাইয়্যেবা, মো: সাদমান হাফিজ, মো: জাকারিয়া, নাজমুস সাকিব, মো: রিদওয়ান, মো: সাব্বির হোসেন, মো: রায়হানুল ইসলাম, তাসনুবা এরিন সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কো-প্রেসিডেন্ট আতিকুর বলেন, সেভ ইয়ুথ ( স্টুডেন্ট’স অ্যাগেইনেস্ট ভায়োলেন্স এভরিহয়্যার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা সেভ ইয়ুথের ৫ম প্রতিষ্ঠা দিবস উৎযাপন উপলক্ষে সবাই একত্রিত হয়েছি। ২০১৮ সালের এই দিনটিতে সেভ ইয়ুথ সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু করে এবং বর্তমানে সারা দেশে ১৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম চলমান।
তিনি আরো বলেন, সেভ ইয়ুথ এমন একটি সংগঠন যেটা, যুব-নেতৃত্বাধীন উদ্যোগের শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এটি তরুণদের ক্ষমতায়ন ছাড়াও একসাথে, আমরা শান্তি, সহনশীলতা, বৈচিত্র্য, স্থিতিস্থাপকতা এবং নাগরিক শিক্ষার প্রচার করি। একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতিবদ্ধ হবো।
মো সিদ্দিকুর রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
Leave a Reply