মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৫পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)-গণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে উল্লিখিত স্থানে বদলি/পদায়ন করা হলো আদেশক্রমে সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়,বিপিএম, বার,পিপিএম বার।
আজ ১৪ নভেম্বর,সিএমপি হেডকোয়ার্টার দামপাড়া কার্যালয় হতে অফিস আদেশ নং ২৫৭/২০২৩ইং আদেশমূলে স্মারক নং-সিএমপি/গোশা/বদলি(ইন্স)/২০২৩/৫৯৩ (১০০) ১১/১১/২৩ খ্রি. মূলে জারীকৃত বদলির আদেশ এতদ্বারা বাতিল করা হলো জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলিকৃতরা হলেন,বর্তমান কর্মস্থল মোহাম্মদ মনিরুজ্জামান, বিপি-৭৮০৬১০২২০২নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), আকবরশাহ থানা বদলিকৃত কর্মস্থল নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপরাধ) উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর কার্যালয়।
বর্তমান কর্মস্থল সুজন কুমার দে, বিপি-৮৩১১১৪১৮২৮ নিরস্ত্র পুলিশ পরিদর্শক বদলিকৃত কর্মস্থল নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), বায়েজিদ বোস্তামি থানা সিএমপি, চট্টগ্রাম।
বর্তমান কর্মস্থল মোঃ আল-মামুন,বিপি-৮৪১১১৪২৪০৩ নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), বায়েজিদ বোস্তামি থানা বদলিকৃত কর্মস্থল নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), আকবরশাহ থানা সিএমপি, চট্টগ্রাম ।
বর্তমান কর্মস্থল মোঃ নুরুজ্জামান, বিপি- ৮২১১১৩৩৯৩৪ নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ইপিজেড থানা বদলিকৃত কর্মস্থল নিরস্ত্র পুলিশ পরিদর্শক (কেন্দ্রীয় অপরাধ শাখা ) সিএমপি,চট্টগ্রাম ।
বর্তমান কর্মস্থল মোঃ জামাল উদ্দিন, বিপি -৭৫৯২০৪৬০০৭নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপরাধ) উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর কার্যালয়। বদলিকৃত কর্মস্থল নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), সিএমপি, চট্টগ্রাম, ইপিজেড থানা।
Leave a Reply